মৌলভীবাজার থেকে ইয়াবাসহ গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ী কারাগারে

মৌলভীবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০, ১০:০৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজার থেকে গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে কারাগারে পাঠানো হয়েছে।

তারা হলেন শ্রীমঙ্গল থানার উত্তর আকন্দপুরের রুহুল আমিন ভূঁইয়ার স্ত্রী জাহানারা বেগম (৩৯) ও শ্রীমঙ্গল কলেজ রোডের মকবুল হোসেনের ছেলে ফাহিম হোসেন (২৩)।

শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে ৪৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫৩ হাজার ৪শ’ টাকা জব্দ করা হয়।

শনিবার র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, তারা দুজনেই পেশাদার মাদক ব্যবসায়ী। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

থানার ওসি জানিয়েছেন, জাহানার ও ফাহিমকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি