মৌলভীবাজার আনলাইনে গরু হাট উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১২:৪১ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

করোনা মহামারির মাঝে নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে আসন্ন পবিত্র ঈদ-উল -আজহায় কোরবানির পশুর ব্যবস্থাপনা মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে পশুর বিক্রির প্ল্যাটফর্ম ‘Smart হাট’ উদ্বোধন করা হয়েছে ।

রোববার (১১ জুলাই) মৌলভীবাজারে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অনলাইন গরুর হাট উদ্বোধন করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটির উদ্বোধন করেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, মৌলভীবাজার হবিগঞ্জ -২ আসনের মহিলা সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও চেয়ারম্যান রফিকুর রহমান, বিভিন্ন পৌরসভার মেয়র ও সরকার কর্মকর্তারা।

যেভাবে ক্রয়-বিক্রয় করবেন, খামারীরা তাদের পশুর ছবির সাথে বর্ণনা, ওজন, যোগাযোগের মাধ্যম,পশুর ছবি এবং সংক্ষিপ্ত ভিডিও ধারণ করবেন। ক্রেতারা পছন্দসই পশুর বিক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করে পশু ক্রয় করতে পারবেন। পশু ক্রয়-বিক্রয় সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে ২৪ ঘন্টা হটলাইন- 01758533811 নম্বরে যোগাযোগ করুন ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি