মৌলভীবাজারে রোটারেক্ট ক্লাবের রিসেপশন প্রোগ্রাম অনুষ্ঠিত

 মৌলভীবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ১০ আগস্ট ২০২০, ১০:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজার রোটারেক্ট ক্লাবের  আয়োজনে ২০২০-২১ রোটা বর্ষে নির্বাচিত ডি.আর.আর এডভোকেট হেদায়তুল ইসলাম তানভীর এর রিসিপশন অনুষ্টিত হয়। শনিবার (৮ আগষ্ট) শহরের শাকুরা মার্কেটের কনফিডেন্সের হলরুলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে ছিলেন, আর.আই-৩২৮২,বাংলদেশ এর রোটা ইয়ার:২০২০-২১ এর জন্য নির্বাচিত ডি.আর.আর এডভোকেট হেদায়তুল ইসলাম তানভীর । এসময় ঈদ পুণর্মিলনী ও এক্স রো. জাহাঙ্গীর হোসেনের বিদায় অনুষ্টানের আয়োজন করে এছাড়া উপস্থিত ছিলেন, রোটারিয়ান কয়েছ আহমদ সুমন (পাস প্রেসিডেন্ট, রোঃ ক্লাব অব সিলেট রিগেন্স), রোটাঃ শাহাবুদ্দীন আহমদ (পাস প্রেসিডেন্ট,রোঃ ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রাল)। এছাড়া ও রোটারেক্ট জেলা অফিসিয়াল বৃন্দ মৌলভীবাজের রোটাঃ ক্লাব গুলোর অতীত, বর্তমান সভাপতি বৃন্দ, ক্লাব সদস্য বৃন্দ । রোটারি ক্লাব অব মৌলভীবাজার সেন্ট্রালের স্পন্সরিং ৪ টি সিস্টার ক্লাব – রোটারেক্ট ক্লাব অব মৌলভীবাজার সানরাইজ, গভট কলেজ, মিডটাউন এবং সেন্ট্রাল।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি