সব
মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের আয়োজনে পৃথকভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে মৌলভীবাজার কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ও কলেজ ক্যাম্পাসে জেলা আওয়ামী লীগসহ সবকটি অঙ্গ সংগঠন এক সাথে এই বৃক্ষ রোপণ কর্মসূচি অভিযান পালন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।
এ সময়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমানসহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টানা তিন মাস এই বৃক্ষরোপণ কর্মসূচি চলবে জানিয়ে প্রধান অতিথি স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ বলেন, সুস্থ সুন্দর পরিবেশে মানুষকে বাঁচতে হলে প্রত্যেকেই, বেশি করে গাছ লাগাতে হবে। পরিবেশ বিপর্যয়ের কারণেই আজ বিশ্ব জুড়ে এতো দুর্ভোগ।
তিনি বলেন, এ দুর্ভোগ মোকাবেলা ও জলবায়ুর পরিবর্তন রোধে সবুজ বনায়নের কোন বিকল্প নেই। কাজেই দলমত নির্বিশেষে সবাই এ আন্দোলনে শরিক হতে হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি