সব
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালীসহ বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত হয়েছে শনিবার (১৫ আগস্ট ) সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নবর্মির্মত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুনুর রশীদ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভা মেয়র মোঃ ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েব, মুজিবুর রহমান মুজিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। পরে মৌলভীবাজার মেয়র চত্বরের সম্মুখ থেকে একটি শোক র্যালি বের করে জেলা আওয়ামীলীগ। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে বঙ্গবন্ধুর জীবণ ও কর্ম নিয়ে ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করেছে জেলা প্রশাসন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি