মৌলভীবাজারে পোস্টমাস্টারের বাসায় ডাকাতি

মৌলভীবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩, ৮:১৮ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে

মৌলভীবাজার পৌর শহরের শান্তি ভাগ এলাকায় হবিগঞ্জ জেলা ডাক অফিসের সহকারী পোস্টমাস্টার জেনারেল তন্ময় দে’র বাসায় (২৯ জানুয়ারি) রোববার সকালে সংজ্ঞবদ্ধ ডাকাত চক্র ঢোকে নগদ টাকা ও স্বর্ণ লংকার চুরি করে নিয়ে যায়।

জানা যায়, হবিগঞ্জ জেলা ডাক অফিসের সহকারী পোস্টমাস্টার জেনারেল তন্ময় দে সকাল ৭টায় সিলেটের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এর কিছু সময় পরই একটি সংজ্ঞবদ্ধ চোর চক্র তার বাসায় ঢোকে স্পে দিয়ে উনার স্ত্রীকে অজ্ঞান করে চোখে বেঁধে। পরবর্তীতে থাকে ভয় দেখিয়ে চিকিৎসার জন্য ঘরে রাখা নগদ টাকা ও স্বর্ণ লংকার নিয়ে যায়। এসময় বাসায় উনার ছোট মেয়ে, ছেলে ও কাজের মহিলা ছিল।

হবিগঞ্জ জেলা ডাক অফিসের সহকারী পোস্টমাস্টার জেনারেল বাসার মালিক তন্ময় দে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে চোর চক্র বাসায় ঢোকে আমার বড় ভাইয়ের চিকিৎসার জন্য বাসায় রাখা টাকা ও স্বর্ণ লংকার চোর চক্র নিয়ে যায়।

এ বিষয়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু বলেন, আমার পুরো ওয়ার্ড সিসি ক্যামেরার আওতায়। কিন্তু চোর চক্র অত্যান্ত কৌশলে নদীর পাড় হয়ে বাসায় প্রবেশ করে। চুরি শেষে পার্শ্ববর্তী ভবনের চাঁদের উপর দিয়ে নেমে গেচে বলে ধারণা করছি।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, অপরাধীদের চিহ্নিত করার জন্য আমাদের টিম কাজ করছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি