মৌলভীবাজারে পেয়াঁজের বাজারে আগুন, ২০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ২:৩৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারে হঠাৎ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে পেয়াঁজসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য লাগামহীনভাবে দাম বেড়ে যাওয়ায় মোবাইল কোর্টে পরিচালনা করেছে জেলা প্রশাসন ।

মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) বিকেলে সদর উপজেলার পশ্চিমবাজার এলাকায় বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালিত করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম।

এ সময় পিয়াজ ও চাউলের বাজারমূল্য যাচাই করা হয় এবং মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, ক্রয় ও বিক্রয় রশিদের কপি যথাযথভাবে সংরক্ষণ না করা, পণ্য বিক্রিতে অতিরিক্ত লাভ করা ইত্যাদি অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর আওতায় মোট সাতটি মামলায় বিশ হাজার পাঁচশত টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি