সব
অটোরিকশায় গ্রিল স্থাপনের নির্দেশনা, অনটেস্ট গাড়ি চলাচলে স্টিকার ব্যবসা ও রং পার্কিং এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মৌলভীবাজারের অটোরিকশা শ্রমিকরা।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধনের আয়োজন করে জেলা অটোটেম্পু, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
রাস্তার পাশে সিএনজিচালিত অটোরিকশা রেখে শত শত চালক মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা পাবেল আহমেদ, আজিজুল হক সেলিমসহ জেলার সাধারণ অটোরিকশা শ্রমিকগণ।
মানববন্ধনে বক্তারা বলেন, দরজা লাগানো, অনটেস্ট গাড়িতে টিকার সিস্টেম বাতিল ও যত্রতত্র পার্কিং করার নামে জরিমানা প্রথা বাতিল করতে হবে। নতুবা তারা কঠোর আন্দোলনের ডাক দেবেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি