মৌলভীবাজারে পরিবহন শ্রমিকদের মানববন্ধন

মৌলভীবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২০, ১২:০৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

অটোরিকশায় গ্রিল স্থাপনের নির্দেশনা, অনটেস্ট গাড়ি চলাচলে স্টিকার ব্যবসা ও রং পার্কিং এর নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মৌলভীবাজারের অটোরিকশা শ্রমিকরা।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দূপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সম্মুখে এই মানববন্ধনের আয়োজন করে জেলা অটোটেম্পু, অটোরিকশা, মিশুক ও সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

রাস্তার পাশে সিএনজিচালিত অটোরিকশা রেখে শত শত চালক মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেতা পাবেল আহমেদ, আজিজুল হক সেলিমসহ জেলার সাধারণ অটোরিকশা শ্রমিকগণ।

মানববন্ধনে বক্তারা বলেন, দরজা লাগানো, অনটেস্ট গাড়িতে টিকার সিস্টেম বাতিল ও যত্রতত্র পার্কিং করার নামে জরিমানা প্রথা বাতিল করতে হবে। নতুবা তারা কঠোর আন্দোলনের ডাক দেবেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি