মৌলভীবাজারে করোনা সংখ্যা পৌঁছাল এক হাজারে

মৌলভীবাজার প্রতিনিধি;
  • প্রকাশিত: ৫ আগস্ট ২০২০, ৫:২২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজারে।
সর্বশেষ বুধবার মৌলভীবাজার জেলার আরও ১০ জনের করোনা টেস্ট রিপোর্ট পজেটিভ এসেছে। ফলে গত চার মাসে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল এক হাজার দশ জনে।
এ পর্যন্ত জেলায় মৃত্যু বরণ করেছেন ১৩ জন। দিন যতো বাড়ছে আক্রান্তের সংখ্যাও বাড়ছে।
বুধবার (৫ আগস্ট) মৌলভীবাজারের সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নতুন শনাক্ত ১০ জনের মধ্যে রাজনগর ৩ জন, শ্রীমঙ্গলে ১ জন এবং মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ৬ জন রয়েছেন। একই সময় সুস্থ হয়েছেন জেলার ৩১ জন করোনা রোগী। তবে কোনো করোনা রোগী মারা যান নি।
এ তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, জেলায় মোট শনাক্ত ১০১০ জনের মধ্যে সদরে ৪২৫ (২৫০ শয্যা হাসপাতালসহ) জন, রাজনগরে ৭৫ জন, কুলাউড়ায় ১৪০ জন, বড়লেখায় ৭৮ জন, কমলগঞ্জে ৯৭ জন, শ্রীমঙ্গলে ১০৪ জন, জুড়ীতে ৯১ জন রয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি