মৌলভীবাজারে করোনা রোগী সেবা পরিষদ ও ফ্রি এম্বুলেন্স সার্ভিসের উদ্ভোধন

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৮ জুলাই ২০২০, ৬:০৫ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

মৌলভীবাজারে করোনা রোগী সেবা পরিষদ’ নামে একটি সংস্থার আত্মপ্রকাশ হয়েছে। সিলেট তথা বাংলাদেশের শীর্ষ বুজুর্গ  শায়খ মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভীর তত্ত্বাবধানে এ সংস্থার আত্মপ্রকাশ ঘটে।

বুধবার বিকেলে ফ্রি এম্বুলেন্স সার্ভিস এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি রশীদুর রহমান ফারুক বর্ণভী।

মৌলভীবাজারের শেখবাড়ি মাদ্রাসায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন  উলামা পরিষদ মৌলভীবাজার এর সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল বারী ধর্মপুরী, মৌলভীবাজার এর পৌর মেয়র ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.সাজ্জাদ হোসেন চৌধুরী,  মৌলভীবাজার মডেল থানার ওসি জাহাঙ্গীর হুসাইন, শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র  মীর এম এ সালাম, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান,  নুরুল কুরআন মাদরাসা মৌলভীবাজার এর পরিচালক মাওলানা আহমদ বিলাল,ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক হাফিজ মাহফুজুল ইসলাম প্রমুখ।

কারোনা রোগী সেবা পরিষদ মৌলভীবাজার নামে এ সংস্থার জেলার সবকটি উপজেলায় কমিটি গঠন করা হয়েছে। দেশবরেণ্য শায়খ মুফতি রশিদুর রহমান ফারুক নিজে উপস্থিত থেকে শাখা কমিটি গঠন করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি