সব
মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের আইসোলেশন ইউনিটে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তির (৩০) মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে চারটায় ওই হাসপাতালে ভর্তির আধা ঘণ্টার মধ্যে তিনি মারা যান। তাঁর বাড়ি শ্রীমঙ্গল উপজেলার একটি চা-বাগান এলাকায়।
ওই হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বিকেল চারটার দিকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। তাঁকে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। ভর্তির আধা ঘণ্টার মধ্যেই মারা যান তিনি। তিন-চার দিন ধরে তাঁর জ্বর ছিল। পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহমেদ ফয়সল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুব খারাপ অবস্থায় তাঁকে নিয়ে আসা হয়েছিল। তাঁর করোনার উপসর্গ ছিল।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি