সব
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগ সদস্য আনকার আহমদ।
রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৬ টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আনকার আহমদ ছিলেন একজন রাজনীতিবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ। সামাজিক বিচার ও মানবিক কার্যক্রমে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো।
তিনি ছিলেন ছিলেন জেলা রেফারি সমিতির সাধারণ সম্পাদক। তার গ্রামের বাড়ি সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কচুয়া গ্রামে।
আনকার আহমদের নামাজে-জানাজা আজ রোববার (৬ সেপ্টেম্বর) বাদ আসর হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা সন্ধ্যা ৭ টায় নিজ বাড়ি কচুয়াতে অনুষ্ঠিত হবে।
আনকার আহমেদ-এর মৃত্যুতে রাজনীতিবিদসহ সমাজের বিশিষ্টজনেরা শোক জানিয়েছেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি