মৌলভীবাজারে অটোরিকশার ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

প্রতিনিধি, মৌলভীবাজার;
  • প্রকাশিত: ৪ আগস্ট ২০২০, ৬:২৪ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ। মরদেহের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার রাত সোয়া ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকার উপশহরের প্রধান ফটকের বিপরীত সড়কে এক অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের ধারণা, রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মৃত্যু হয়েছে এই নারীর।

খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) পরিমল চন্দ্র দেব জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত করা না গেলেও ধারণা করা হচ্ছে, এ নারী মানসিক ভারসাম্যহীন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি