সব
এই ছেলেটা সোনার ছেলে
এই ছেলেটা পাখি
এই ছেলেটা বুকের খাঁচায়
মায়ায় বেঁধে রাখি।
মায়ায় রাখি ছায়ায় রাখি
মায়ের লক্ষ্মী সোনা
বাবার আদর বোনের স্নেহে
হাজার স্বপ্ন বোনা।
লক্ষ্মী সোনা পক্ষী সোনা
কাঁচা সোনার রূপ
রূপ দেখে তাই চাঁদনী রাতে
চাঁদ হয়েছে চুপ।
চুপ হয়েছে ময়না শালিক
খুব করেছে পণ
বন্ধু হতে সদলবলে
আসছে ছেড়ে বন।
বন ছেড়েছে জন ছেড়েছে
সেই ছেলেটার মন
মেঘের ছানায় পাখির ডানায়
উড়ছে সারাক্ষণ।
উড়তে উড়তে পরীর দেখা
উড়তে উড়তে নীল
নীলের মাঝে পরীর বাড়ি
পরীর সাথে মিল।
পরীর মনে- মন সঁপেছে
সারাটি মন দিয়ে
হলুদ বাটো মেন্দি বাটো
লক্ষ্মী সোনার বিয়ে।
প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি