সব
কুমারগাঁওয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে অগ্নিকান্ডের ঘটনায় পুরো সিলেটেই নেই বিদ্যুৎ। আলো জ্বালাতে সিলেটের বাসিন্ধারা ভিড় জমাচ্ছেন মোমবাতির দোকানে। আর বিদ্যুতহীন সিলেটে ব্যাপক চাহিদার সুযোগে নির্ধারিত দামের চেয়েও বেশি মূল্যে বিক্রি হচ্ছে মোমবাতি।
কুমারগাঁওয়ে পাওয়ার গ্রিড কোম্পানী (পিজিসিবি)-এর নিয়ন্ত্রনাধিন গ্রিড লাইনে আগুনের জন্য বিদ্যুৎ অন্ধকারে পুরো সিলেট। অন্ধকার কাটাতে মানুষজন ভিড় জমাচ্ছেন মোমবাতি ক্রয় করতে। কিন্তু মোমবাতিরও দাম হঠাৎ করে বেড়ে গেছে। কোথাও কোথাও পাওয়া যাচ্ছে না।
টিলাগড়ের এক ব্যবসায়ী জানান, দুদিন আগেই দীপাবলীতে প্রায় সব মোমবাতি বিক্রি করে ফেলেছেন তিনি। বিদ্যুৎ না থাকায় ক্রেতারা মোমবাতি কিনতে আসছেন।
সরজমিনে দেখা গেছে, পাড়া মহল্লা থেকে শুরু করে প্রায় সব দোকানে মোমবাতি কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। কেউ কেউ প্রয়োজনের তুলনায় বাড়তি নিতে চাইছেন, কিন্তু বাজারে পর্যপ্ত মজুদ নাই অজুহাতে দাম বেশি রাখছেন কেউ কেউ। বন্দরবাজার-শেখঘাট এলাকায় ৫ টাকার মোমবাতি বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা। ১০টাকার মোমবাতি বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা। অর্থাৎ দিগুন তিনগুন করে বিক্রি করা হচ্ছে মোমবাতি।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের কুমারগাওয়ে অবস্থিত জাতীয় গ্রিড লাইনের দুটি ট্রান্সমিটারে আগুন লেগে যায়। ফায়ার ব্রিগেডের ৫টি ইউনিট প্রায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এই ভয়াবহ আগুন লাগায় সিলেটে সকাল ১১ টা থেকে গ্রাহকরা বিদ্যুৎহীন অবস্থায় আছেন। আগুনের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নগরবাসীকে জানাতে দুপুর ২ টা থেকে নগরীতে মাইকিং করানো হচ্ছে। কিন্তু কখন আবার বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে সেটা জানানো হচ্ছে না।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি