মোটরসাইকেল দুর্ঘটনায় ফটো সাংবাদিক আজমলসহ আহত ২

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১২:১৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দৈনিক সবুজ সিলেট পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক ও সিলেট প্রতিদিন টুয়েন্টিফোর ডট কম মো.আজমল আলী পেশাগত দায়িত্ব পালন করে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন । এ ঘটনায় আরও এক পথচারী আহত হয়েছেন বলে জানা যায়।

রোববার দুপুর ১২টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ট্যাংকলরি শ্রমিকদের মানববন্ধের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে জিঞ্জুর শাহ’র মাজারের সামনে ইকবাল নামে এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ে পড়ে যান । এতে করে তাঁর হাতে আঘাত পান । পথচারী ইকবালের মাথায় আঘাত পেয়ে ফেটে যায়।

এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে দু-জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল নিয়ে যায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে দুজনেই বাসায় ফিরেছেন বলে জানান সাংবাদিক মো.আজমল আলী। তিনি সবার কাছে সুস্থতার জন্যে দোয়া

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি