মোগলাবাজার থানা পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ৮:০৮ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

মোগলাবাজার থানা বার্ষিক পরিদর্শন করলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

রোববার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় মোগলাবাজার থানা বার্ষিক পরিদর্শন করেছেন এসএমপি পুলিশ কমিশনার মো: নিশারুল আরিফ।

পুলিশ কমিশনারকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান এসএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: সোহেল রেজা পিপিএম, মোগলাবাজার থানার সহকারী কমিশনার মোঃ শাহজাহান ভূঁইয়া, মোগলাবাজার থানার ওসি মোঃ শামসুদ্দোহা।

পুলিশ কমিশনারকে সালামি প্রদান করেন মোগলাবাজার থানার ওসি ।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন , উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসি মোগলাবাজার থানা ও অফিসার ইনচার্জ মোগলাবাজার থানার সাথে মোগলাবাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ ফরিদ উদ্দিন খান এবং মোগলাবাজার থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দরা।

পুলিশ কমিশনার থানায় রক্ষিত ফাইল ও নথিপত্র পরিদর্শন করেন, প্রয়োজনীয় আইনানুগ ও দাপ্তরিক নির্দেশনা প্রদান করেন এবং থানা প্রাঙ্গন ঘুরে দেখেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি