মোগলাবাজারে যুবককে কুপিয়ে হত্যা

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৩ জুলাই ২০২০, ২:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার আওতাধীন মোগলাবাজার ইউপির সোনাপুর গ্রামে পূর্বশূত্রতার জেরে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত যুবকের নাম রাহিদ মিয়া (২৪)। সে উপজেলার সোনাপুর গ্রামের ফজলু মিয়ার পুত্র।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে দাবি করা হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে সোনাপুর গ্রামের মৃত চান মিয়ার পুত্র তুলা মিয়া,মুজিব,আতিক রুপা মিয়া দলবল নিয়ে রাহিদকে একা পেয়ে সশস্ত্র হামলা চালায়। হামলায় রাহিদ স্পটে মারা যান। এই সময় তাকে বাঁচাতে রাহিদের মা এছনাই বেগম এগিয়ে এলে তার উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এতে তিনি মারাত্মক আহত হন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মোগলাবাজার থানার ওসি সাহাবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামী ধরতে এলাকায় অভিযান চলছে। নিহতের ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি