সাদিক মিয়ার স্ত্রী’র মৃত্যুতে পশ্চিমভাগ যুব ফোরামের শোক প্রকাশ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০, ২:৫৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সর্বজন পরিচিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন পশ্চিমভাগ যুব ফোরাম এর সদস্য সৌদি আরব প্রবাসী মোঃ সাদিক মিয়ার স্ত্রী তাসফিয়া রহমান চৌধুরী (৩৫) গতকাল ২৯ আগষ্ট শনিবার দুপর সাড়ে ১২টায় সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না রাজিউন।

মৃত্যুকালে তিনি স্বামী, দু’মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ শনিবার রাত সাড়ে ৯টায় পশ্চিম ভাগ গ্রামে অনুষ্ঠিত হয়। পরে মরহুমার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লালাবাজার ইউনিয়নের সর্বজন পরিচিত ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন পশ্চিমভাগ যুব ফোরাম এর সদস্য সৌদি আরব প্রবাসী মোঃ সাদিক মিয়ার স্ত্রী মৃত্যুতে পশ্চিমভাগ যুব ফোরামের সভাপতি মোঃ মাসুক মিয়া, উপদেষ্টা মোঃ সিরাজ আহমদ, প্রধান সমন্বয়ক মোঃ মঈনুল ইসলাম, সহকারী সমন্বয়ক আজমল হোসেন চৌধুরী, সাহেল আহমদ, সোহেল আহমদ, সেলিম আহমদ, ইসহাক আলী, আনছার আহমদ, বুলবুল আহমদ, আজিজুল ইসলাম, দিলোয়ার হোসেন হীরা, রুবেল আহমদ, হেলাল আহমদ, মোজাহিদ আহমদ, আল আমিন, ইমাদ উদ্দিন, আব্দুর রব, তুহিন আহমদ, এনামুল হক, সুমন আহমদ, রঞ্জু চন্দ চন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি