সব
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও প্রধান প্রকৌশলীসহ সিটি করপোরেশনের করোনা আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের রোগ মুক্তি কামনা করে গোয়াইনঘাটে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদের উদ্যোগে ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বাদ জোহর গোয়াইনঘাটের তালিমুল উলুম গুরকছি মাদরাসায় উক্ত মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।
এতে মিলাদ মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন তালিমুল উলুম গুরুকছি মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ।
মিলাদ মাহফিল ও মোনাজাতে অংশগ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমদ, ইউপি সদস্য এনামুল হক, রুবেল আহমদসহ মাদরাসার শিক্ষক/শিক্ষার্থী ছাড়াও বিএনপির নেতাকর্মী ও দলীয় শতাধিক সমর্থকবৃন্দ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি