সব
মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমামবাজারে সিএনজি ষ্ট্যান্ডের দখলকে কেন্দ্র নিহত অটোরিকশাচালক মো. ফজলু মিয়া হত্যার আসামী সোহেল আহমদ (৩৫) গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) ভোর রাতে সদর উপজেলার আটঘর এলাকা অভিযান করে আসামীকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতার কৃত সোহেল আহমদ সদর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মদরিছ মিয়া ছেলে।
পুলিশের সূত্রে জানা যায়, ২৮ জুলাই দুপুরে ইমাম বাজার সিএনজি ষ্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে টোরিকশাচালকদের দুই গ্রুপের সংঘর্ষে মো. ফজলু মিয়া নামক এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ জন আহত হয়েছেন। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পরিবারের পক্ষ থেকে মৃত ফজলু মিয়ার স্ত্রী মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিকে আটক করে পুলিশ এবং বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি