সব
করোনাকালে বেশ জমে উঠেছে ফুটবল।
আর উয়েফা চ্যাম্পিয়নস লিগ খেলাটিকে আরও জমজমাট করে তুলেছে।
শুক্রবার রাতে অবিশ্বাস্য এক কাণ্ডই ঘটে গেল লিসবনে। জার্মানিরই দল বায়ার্ন মিউনিখ বিশ্ব ফুটবলকে স্তব্ধ করে দিয়ে বার্সেলোনাকে রীতিমতো ধুলোয় মিশিয়ে দিয়েছে।
শেষ চারে জায়গা হলো না কিকে সেতিয়ানের শিষ্যদের। শনিবারও একই দুর্ভাগ্য বরণ করে নিল পেপ গার্দিওলার শিষ্যরা।
ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিওনের সঙ্গে ৩-১ গোলে হেরে শেষ চারের টিকিট হাতছাড়া হলো ম্যানচেস্টার সিটির।
অথচ ম্যানচেস্টার সিটির দখলে বল ছিল ম্যাচের বেশিরভাগ সময়। তবে গোলের খেলায় এগিয়ে ছিল লিওন।
ম্যাচের ২৪ মিনিটের সময় প্রায় বিশ গজ দূর থেকে জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন লিওনের আইভরিয়ান ফরোয়ার্ড মাইকেল কর্নেট।
আর প্রথমার্ধের পুরো সময়টাজুড়ে সেই গোলই শোধ করতে পারেনি ম্যানসিটি। ১-০ লিড নিয়েই বিরতিতে যায় লিওন।
দ্বিতিয়ার্ধে নেমে ৬৯ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইন। ইংলিশ ফরোয়ার্ড স্টারলিংয়ের চমৎকার এসিস্টকে গোলে পরিণত করেন তিনি।
৭৭ মিনিটের মাথায় সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন স্টারলিং। তবে এর ঠিক দুই মিনিট পর সুযোগ হাতছাড়া করেননি লিওনের ফ্রেঞ্চ ফরোয়ার্ড মুসা দেম্বেলে। তার নিখুঁত ফিনিশিংয়ে ফের লিড নেয় লিওন।
এর মিনিটখানেক পরে পাওয়া আরও একটি সুযোগ হাতছাড়া করেন সেই স্টারলিং। ফাঁকা গোলবার পেয়েও সেটি জালে প্রবেশ করাতে পারেননি তিনি। ফলাফল ২-১ এ এগিয়েই থাকে থাকে অলিম্পিক লিওন।
ম্যাচের ৮৭ মিনিটের সময় সিটিজেনদের শিবিরে ফের হানা দেন মুসা দেম্বেলে। ম্যান সিটি গোলরক্ষকের ভুলকে কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন তিনি।
বাকিটা সময় আর কোনো গোল না হলে ৩-১ স্কোরে সেমির টিকিট নিশ্চিত করে অলিম্পিক লিওন।
আগামী বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে লিওন মুখোমুখি হবে বার্সার জালে দুই হালি গোল জমানো বায়ার্ন মিউনিখের।
তথ্যসূত্র: গোল ডট কম
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি