মুজিব শতবর্ষ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার সামগ্রিক উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

শ্রীমঙ্গল প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২১, ৭:২২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সামগ্রিক উন্নয়নে সরকারি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতমবৃন্দ ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ৯ জানুয়ারি সকালে ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঞ্চালনায় এবং সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) এনডিসি মো. মশিউর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যাক্ষ ড. মো. আব্দুস শহীদ এম.পি।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিজবাহুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, শ্রীমঙ্গল পৌর মেয়র মো. মহসিন মিয়া, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা খুদেজা খাতুন, শ্রীমঙ্গল কমলগঞ্জ সার্কেল এসপি মো. আশরাফুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক শহিদ হোসেন ইকবাল সহ আরো উপস্থিতি ছিলেন সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায় প্রমূখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি