সব
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে সারা দেশে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ‘মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগান সামনে রেখে সবাইকে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়ার পর প্রতিটি ইউনিট এই কার্যক্রম শুরু করেছে। ব্যক্তি পর্যায়েও অনেক নেতা বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষরোপণ করছেন।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগের বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়ন ছাত্রলীগ এর আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বড়লেখা উপজেলার এম মুন্তাজিম আলী মহাবিদ্যালয় মাঠে ফলজ ঔষদী গাছ লাগানো হয়।
বৃক্ষ রোপনে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক কায়েদে আজম কায়েদ, বণি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাষ্টার রেহান উদ্দিন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক সম্পাদক মারুফ তালুকদার, বণি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আফতাবুর রহমান বাবলু, ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি রাসেল আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক পৃথিতস চক্রবর্তী, মুন্তজীম আলী কলেজ ছাত্রলীগের সহ সভাপতি সামাদ আহমদ, মুন্তজীম কলেজ ছাত্রলীগ নেতা রেজাউল, বড়লেখা সরকারি কলেজ নেতা মিজান প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি