মুজিববর্ষ উপলক্ষে জামালগঞ্জে যুবলীগের বৃক্ষরোপণ

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৮ জুলাই ২০২০, ৩:৫৯ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীসহ দেশবাসীকে দেশের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। ‘আসুন এই মুজিববর্ষে আমরা সবাই মিলে বৃক্ষরোপণ করে দেশকে রক্ষা করি। দেশের পরিবেশকে রক্ষা করি এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করি।

এ লক্ষে বুধবার (৮ জুলাই) দুপুরে জামালগঞ্জ উপজেলা সদরে যুবলীগের উদ্যোগে প্রায় ১০ টি বিভিন্ন ফলজ বৃক্ষ রোপণ করা হয়। পরে বিভিন্ন স্থানে চারা রোপণ করার জন্য আরও ১০০ চারা নেতা কর্মীদের মধ্যে বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল খায়ের, যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ, যুবলীগ নেতা জিয়া উদ্দিন, মোহাম্মদ মানিক মিয়া, রুবেল আহমেদ, ইমরান আলী তালুকদার, আল আমিন, আবু সাইদ, আনোয়ার হোসেন, কবির হোসেন প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি