সব
ইচ্ছে ঘুড়ি
ইচ্ছের ঘুড়িটা উড়ছে সুতোর টানে ঐ নীল আকাশে।।
রঙগুলি আজ ছরিয়ে ছিটিয়ে মিশে যাচ্ছে ওই মৃদু বাতাসে।
মন যেনো আজ খুঁজে পেলো নতুন আশার
আলো।।
দূর দিগন্ত থেকে ভেসে আসা পাখির কলতান,কোকিলের সুরের গান করেছে আমাকে ম্লান।।
একি সুখ নাকি দুঃখের প্রলাপন,
তবে কি ঘটবে এর অবসাদ।
নিরবতায় জ্বলসে পড়ে থাকা, সেই ভাষার হবে যে আজ বহিঃপ্রকাশ।
মিষ্টি বর্মণ
শিক্ষার্থী- মাস্টার্স, মৌলভীবাজার সরকারী কলেজ
প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি