সব
শোক নামা
যেন আমি হারানোর শোকে কালো হয়ে যাওয়া ক্যানভাস
প্রিয়-হারা শোকের মিছিল যেন আমার রাজপথ জুড়ে
হারিয়ে যাওয়ারা স্মৃতির নিশিতে দরজায় কড়া নাড়ে
প্রায়শই ঘুণেধরা মনের চৌকাঠে দাঁড়িয়ে বিক্ষোভ করে,
বিলুপ্ত অস্তিত্বের জানান দিতে করে হাক চিৎকার;
আর আমি স্মৃতির মিনারে দাঁড়িয়ে থাকা স্তম্ভ নির্বিকার
আমি ঠিক কার জন্য শোক করব?কতজনের জন্য করবো?
কতটা শোক করলে বলা হবে আমি শোকসন্তপ্ত!
হারাতে হারাতে আমি আজ সর্বস্বান্ত
আমার শৈশব হারিয়েছে,কৈশোর হারিয়েছে;
চুরি হয়ে গেছে স্বপ্নগুলো পুষ্ট হবার আগেই।
সদ্য বুঝতে শেখা শখগুলো সব ধার দিতে হয়েছে,
কখনো বা খরচ হয়ে গেছে দায় দেনা শোধ করতে করতে
আর আমি কিনা করব আলাদা শোকের বিলাসিতা?
মধ্যবিত্তের কোন সঞ্চয় থাকে না;
প্রিয় কৈশোর,শখের খেরোখাতা,স্বপ্নের বুদবুদ কিছুই না
তাজমহলসম সৌধেও মিটেনা প্রিয় হারানোর ব্যথা,
যখন প্রতিটি বিচ্ছেদই বেদনার মহাতীর্থ হবার কথা।
অথচ পত্রঝরা বৃক্ষের মতন উচিয়ে ন্যাড়া মাথা
তপ্ত বিরাণভূমিতে খুঁজে ফিরি নৈসর্গ,স্বপ্ন-সবুজ পাতা।
আমার যা কিছু হারিয়েছে ,আর যারা হারিয়ে গেছে
তাদের মৌন মিছিল কি কখনো ফুটবেনা কথা হয়ে?
তাদের কি ফিরে পাওয়া যাবে বাকিটা জীবন দিয়ে?
অন্তত একটা শোকসভা অলংকৃত করতে!
ফেরানো যাবে কি কখনো?কোনভাবে?
লেখক
মাহবুবুর রহমান
নির্বাহী ম্যাজিসেস্ট ও সহকারী কমিশনার
প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি