মাহবুবুর রহমান’র কবিতা ‘চুতরাপাতা’

;
  • প্রকাশিত: ৯ জুলাই ২০২০, ৬:৩০ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

চুতরাপাতা

মাহবুবুর রহমান

আমার আবাল্যের মৈত্রী নিসর্গ-সবুজের সাথে
বনে বাঁদাড়ে হরিতের ডালে ডালে ঘুরেছি দিবস-প্রাতে
বন্ধু ছিল পাখপাখালি হরেক লতাপাতা
তারা আজ হয়েছে অতীত; সুদূর লোকগাথা

চুতরাপাতা- আমার হারিয়ে খোঁজা সখা
যান্ত্রিক মেলায় ভুলে যাওয়া কিংবদন্তি যেন;
অবুজ সবুজের আধার, মুশকিলে সর্ব সমাধান।
তোমার নামের প্রেমে পড়েছি,তোমাকে খুব দরকার।
আজকের সমাজে,সঙ্গীতে,মেকি সভ্যের বিপণিবিতানে
তুমি ভীষণ করে প্রাসঙ্গিক রুগ্ন সময়ের ক্ষণে ক্ষণে।

(চুতরা গাছ:লেপোরটিয়া ক্রিনালাটা গেউড,
গুল্ম জাতীয় উদ্ভিদ বিশেষ।)

লেখক
নির্বাহী ম্যাজিসেস্ট ও সহকারী কমিশনার
সিলেট জেলা প্রশাসন

 

 

প্রিয় পাঠক, আপনিও সিলেটডায়রি’র অংশ হয়ে উঠুন। স্বাস্থ্য, শিল্প ,সাহিত্য, ক্যারিয়ার, পরামর্শ সহ যেকোন বিষয় নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন sylhetdiary@gmail.com-এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি