মাস্ক ব্যবহার নিশ্চিতে ময়মনসিংহে জেলা প্রশাসনের ব্যাপক ক্যাম্পেইন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২৮ জুলাই ২০২০, ১:২৩ অপরাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

করোনা মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিতকরণ ও সকলকে উৎসাহিত করতে ময়মনসিংহ জেলার ২০ হাজার পয়েন্টে একযোগে ক্যাম্পেইন শুরু করেছে জেলা প্রশাসন। ক্যাম্পেইন চলাকালে যাদের মুখে মাস্ক নেই তাদের মাঝে মাস্ক বিতরণ করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় পৃথকভাবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান , সিটি করপোরেশনের সামনে থেকে উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু ও ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান,।

এসময় ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়সহ প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে বিভাগীয় প্রশাসন, সিভিল সার্জন, জেলা এবং উপজেলা প্রশাসন, পৌরসভা, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠানগুলো এ কাজে একযোগে অংশ নেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি