মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন রায়হান কবির

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ২২ আগস্ট ২০২০, ৬:১৪ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

অভিবাসীদের নিয়ে আল-জাজিরাকে সাক্ষাৎকার দেওয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবির (২৫) মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন। শুক্রবার দিবাগত রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন রায়হান কবিরের বাবা শাহ আলম।

তিনি বলেন, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট শুক্রবার দিনগত রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রায়হানকে রিসিভ করেছি। ছেলে এখন আমার কাছে। কোনো সমস্যা নেই, সে সুস্থ ও ভালো আছে।

তিনি আরও বলেন, আমার ছেলেকে ফিরে পেতে আপনারা সাংবাদিকরা সবচেয়ে বেশি সহায়তা করেছেন। তাই আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তাকে ফিরে পেয়েছি এতেই খুশি, তার পাশে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি