মামলা প্রত্যাহারের দাবিতে বাগবাড়িতে বৈঠক

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৫ আগস্ট ২০২০, ৭:২৯ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মানিক কপালীসহ এলাকাবাসীর কয়েকজনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে নগরীর উত্তর বাগবাড়ি এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাত ৮ টার দিকে বাগবাড়ি এলাকার বায়তুল হামদ্ মসজিদের মোতাওয়াল্লি আলা মিয়ার বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বক্তারা বলেন, চলতি বছরের ২০ মে একটি ঘটনাকে কেন্দ্র করে বাগবাড়ি এলাকার মানিক কপালীসহ বেশ কয়েকজন বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। হয়রানির জন্য দায়ের করা ভিত্তিহীন মিথ্যা মামলা প্রত্যাহার ও নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করার দাবি জানানো হয়।

একই সাথে মামলাটির সুষ্ঠু তদন্তের লক্ষে পুলিশ কমিশনারের বরাবর আবেদন, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র দাশের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মো. জাহিদ সারওয়ার সবুজ ও নিখিলেশ দাশ নিটুর যৌথ পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, বৃহত্তর বাগবাড়ির প্রমুক্ত একতা যুব সংঘের আহব্বায়ক আবুল হোসনে হেনা, মিলন দেব, মো. আলা মিয়া, মঈনুল হক চৌধুরী, ছানাউল হক ছানা, রফিকুল ইসলাম ফেনু।

এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা দেলোয়ার আজহার, গণেশ ভট্টাচার্য্য, সমর চৌধুরী, শিমুল কপালী, সুভাষ রায়, ডা. ননী গোপাল দত্ত, তজমুল হোসেন, সুমন রায় তালুকদার, উৎপল দেব, সুজন দাশ, ননী গোপাল রায়, আশীষ কপালী, মো. আব্দুর রব, হিমেল রায়, সুনীল মজুমদার, অ্যাডভোকেট স্বপন দেব, শান্ত দেব, মুজাহিদুর রহমান মান্না, রেজাউল রহমান সেলিম, বিশ্বজিৎ দাস, একে এম ফজলুল হক, হাফিজুর রহমান হানু, হারুনুর রশীদ, বিজয় দত্ত, মফিজুর রহমান মনু, বিপ্লব দেব, রজত দেব প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি