সব
হবিগঞ্জে মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতি করার প্রস্তুতিকালে পুলিশ দুই ডাকাত কে গ্রেপ্তার করে।
তারা হল মাধবপুর পৌর এলাকার কাজল মিয়া (২৬)ও রিপন ঘোষ (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এক দল পুলিশ রোববার (১৩ মার্চ) ভোররাতে আদাঐর গ্রামে এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তিন টি রামদা, ১টি চাপাতি ১টি ধারালো ছুরি এবং ২টি বাঁশরে হাতলযুক্ত ফিকল উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ডাকাতরা হাওরে পালিয়ে যায়। তাহাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুুুতি মামলা রুজু করা হয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত ডাকাত মো. কাজল মিয়া ও রিপন ঘোষকে রোবরার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি