সব
হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ২৫ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ রেল ফাঁড়ির পুলিশ উপজেলার ছাতিয়াইন রেলস্টেশনের অদূরে রেল লাইনের পার্শ্ব থেকে যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হুমায়ূন কবির জানান, ঢাকা গামী আন্তঃনগর কালনি ট্রেনে কাটা পড়ে যুবক মারা গেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এখনও নিহত যুবকের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি