মাধবপুরে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মাধবপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ৭:১৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সাহেববাড়ি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ট্রাকের চালক চুয়াডাঙ্গা জেলার জীবননগড় সন্ধা গ্রামের হায়দার আলীর ছেলে আউয়াল মিয়া (৩০) ও রফিকুল ইসলাম (২৬)।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা ও সিলেটগামী দুটি ট্রাক মহাসড়কের সাহেববাড়ি গেইট এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকেরই চালক ঘটনাস্থলেই মারা যান। তাদের পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

 

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি