সব
সিলেটের জকিগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে জকিগঞ্জ থানা পুলিশ থেকে বিশেষ ঘোষণা দেয়া হয়।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোঃ আব্দুন নাসের সোমবার (২০ জুলাই) জকিগঞ্জবাসীর উদ্দেশ্যে বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনা অনুযায়ী জকিগঞ্জকে শতভাগ মাদকমুক্ত করার দৃঢ় প্রত্যয়ও অঙ্গীকার।
জকিগঞ্জ থানা হতে শতভাগ মাদকমুক্ত করতে জকিগঞ্জ থানা পুলিশ আগামী ২১শে জুলাই হতে ২৭শে জুলাই পর্যন্ত বিশেষ তথ্য সংগ্রহ সপ্তাহ ঘোষনা করছে।
এতে জকিগঞ্জ উপজেলার সকল সচেতন নাগরিক, বীর মুক্তিযোদ্ধা, চাকুরীজীবি, অবসরপ্রাপ্ত চাকুরীজীবি, জনপ্রতিনিধি, প্রাক্তন জনপ্রতিনিধি, প্রবাসী, ব্যবসায়ী, ইমাম, মুয়াজ্জিন, সরকারী বে-সরকারী সংগঠন, মানবাধিকার কর্মীসহ সকলকে প্রতি ইউনিয়ন ও ওয়ার্ডের মাদক সংক্রান্ত অবগত তথ্যাদি জকিগঞ্জ থানার সরকারী মোবাইল ০১৭১৩৩৭৪৩৮১ নাম্বার অথবা জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ এর ব্যক্তিগত মোবাইল ০১৭১৭৬২২৬৬৫ নাম্বারে এসএমএসের মাধ্যমে অথবা ফেইসবুক মেসেঞ্জারে তথ্য দেয়ার জন্য অনুরোধ করেছেন।
উল্লেখ্য তথ্য দানকারীর গোপনীয়তাসহ প্রাপ্ত তথ্য যাচাইপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে জকিগঞ্জ থানা পুলিশ জকিগঞ্জ হতে অচিরেই মাদককে চিরবিদায় করতে চিরুনী অভিযান পরিচালনা করে আসছে। জকিগঞ্জকে শতভাগ মাদকমুক্ত করতে উপজেলার সর্বস্তরের মানুষকে সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানানো হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি