মাদকদ্রব্য নিয়ন্ত্রণের নতুন ডিজি এম এ জব্বার

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৩১ জুলাই ২০২০, ৮:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মুহাম্মদ আহসানুল জব্বার।

বৃহস্পতিবার (৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক  প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আহসানুল জব্বার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩৩তম মহাপরিচালক হিসেবে, সদ্য অবসরে যাওয়া ডিএনসি ডিজি মো. জামাল উদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জামাল উদ্দিন আহমেদ ডিজি থাকা অবস্থায় সচিব হিসেবে পদোন্নতি পাওয়ার পর গত বছরের ২০ জুলাই পিআরএল`এ যান। ওই সময় সরকার তাকে ডিজি হিসেবে আরো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

গত ২০ জুলাই ছিল জামাল উদ্দিন আহমেদের শেষ কর্মদিবস। ২০১৭ সালের ২৯ জুন জামাল উদ্দিনকে ৩২তম ডিজি হিসেবে নিয়োগ দিয়েছিল সরকার।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি