সব
বাংলাদেশ ও মিয়ানমার ইস্যু নিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বাংলাদেশ শান্তিপূর্নভাবে ভারত, নেপাল, ভুটানসহ পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোকে সাথে নিয়ে মিয়ানমার ইস্যু সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিয়ানমারও আমাদের প্রতিবেশী, তাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখে একটা সমাধান বের হবে। তবে সবসময় ধৈর্য্য ধারণ করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে।
শনিবার সন্ধ্যায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, মিয়ানমার পরিস্থিতি প্রধানমন্ত্রী পর্যবেক্ষণ করছেন। সুতরাং এটা কোন বিবাদের বিষয় নয়, এটা সমাধানের বিষয়।
এর আগে বিকেলে সিলেটের একটি কনফারেন্স হলে অনুষ্ঠিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এসময় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিয়ার রহমান রহমান হাওলাদার, ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সওয়াল উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশ ভারত ডেনমার্ক মালোয়েশিয়া, যুক্তরাষ্ট্র কোরিয়াসহ ১০টি দেশ থেকে ৩ শতাধিক গবেষক অংশ নিয়েছিল বলে জানা গেছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি