মাটির চুলা ভাঙ্গা নিয়ে শালা-দুলাভাইয়ের সংঘর্ষ, আহত ২০

লাখাই প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ জুন ২০২১, ৮:৩৩ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

হবিগঞ্জের লাখাই উপজেলার ভাদিকারা গ্রামে মাঠির তৈরী চুলা নিয়ে শালা দুলাভাইর লোকজনের মাঝে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের মাঝে ৯ জন কে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের জামাল মিয়ার বাড়ির মাঠির তৈরী চুলা একই গ্রামের সম্পর্কে শালা মঈনউদ্দিনের লোকজন ভেঙ্গে ফেলে।এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষ জড়ায়।এতে ২০ জন আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার (ওসি) তদন্ত মহিউদ্দিন সুমন ঘটনাটি নিশ্চিত করে বলেন পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি