সব
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগরের সিনিয়র সদস্য, সাবেক ছাত্রদল নেতা লোকমান আহমদ বলেছেন, সিলেট মহানগরের প্রতিটি ওয়ার্ডে যুবদলকে সুসংগঠিত করতে আমরা বদ্ধ পরিকর। নতুন নেতৃত্ব হবে সময়োপযোগী।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টায় ৯নং ওয়ার্ড যুবদলের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সদস্য ওসমান গণির পরিচালনায় আরো বক্তব্য রাখেন মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা মানিকুর রহমান মানিক, সাবকে ছাত্রদল নেতা আবু আহমদ আনছারী, বিএনপি নেতা সেলিম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সহ-সভাপতি এসএম সেফুল, সাবেক ছাত্রদল নেতা জাহেদ আহমদ, যুবদল নেতা আজাদুর রহমান আজাদ, যুবদল নেতা শাহিন আহমদ, একরাম হোসেন মারুফ, বশির উদ্দিন, কবির হোসেন, রুবেল আহমদ, তাপস তালুকদার, মবশ্বির খান প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি