মরহুম ফয়জুল্লাহ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি ;
  • প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২১, ১০:০৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

জৈন্তাপুরে মুক্তিছায়া ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৯ জানুয়ারি বাদ মাগরিব জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গী পূর্ব জামে মসজিদ প্রাঙ্গনে মরহুম হাজি ফয়জুল্লাহ স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিছায়া ফাউন্ডেশনের অডিটর মাওলানা জসিম উদ্দিন এর পরিচালনায় মুক্তিযোদ্ধা উসমান আলীর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাঙ্গী কেন্দ্রীয় জামে মসজিদের মুতাওয়াল্লি মাওলানা সিদ্দিক আলী, সমাজসেবী আব্দুস শহীদ শুকুর, মুফতি গিয়াস উদ্দিন, কামরাঙ্গী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম,তাবলিগ জামায়াতের জিম্মাদার মামুন রশিদ।

মরহুমের নাতি হাফিজ মাওলানা জসিম উদ্দিন এর কুরআান তেলাওয়াতের মধ্য দিয়ে মাহফিল শুরু হয়। আলোচকরা মরহুম ফয়জুল্লাহর জীবন দর্শন ও বর্ণাঢ্য কর্মজীবনের উপর আলোচনা পেশ করেন। তার দেখানো পথে জীবন পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাবলিগের সাথী নুরুল হক,মুক্তিছায়া ফাউন্ডেশনের পরিচালক শাহীদুল মুরছালীন, সহকারী পরিচালক আলী আকবর সিদ্দিক, রুবেল আহমদ,এম জসিম উদ্দিন, শাহজাহান, শাহীন আহমেদ সহ এলাকার ইসলাম প্রিয় মরহুম ফয়জুল্লাহর স্বজন-সাথীরা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি