মন্দিরাঙ্গনে সীমাবদ্ধ থাকবে জন্মাষ্টমী পালন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৯ আগস্ট ২০২০, ৩:৪৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

প্রতি বছরের ন্যায় জন্মাষ্টমী উৎসব এবার উদ্যাপিত হচ্ছে না। করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে ১১ আগষ্ট মঙ্গলবার স্বাস্থ্য সুরক্ষা নীতিমালার আলোকে এ বছর জন্মাষ্টমী অনুষ্ঠান পালন করা হবে। তবে এ দিনের ধর্মীয় আচার অনুষ্ঠান শুধুমাত্র মন্দিরাঙ্গনে সীমাবদ্ধ থাকবে। ফলে এ বছর কোন সমাবেশ, শোভাযাত্রা, জন্মাষ্টমী মিছিল হবে না। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক সিলেট জেলা ও মহানগর পর্যায়ের সকল মন্দির ও দেবালয় উক্ত নির্দেশনা অনুসরণ করবেন।

পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা ভারপ্রাপ্ত সভাপতি গোপীকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট মহানগর সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর জন্মাষ্টমী বিশেষ ব্যবস্থায় উদ্যাপন করা হবে। ভক্ত ও পুরোহিতকে মাস্ক পরতে হবে। অতি প্রয়োজনে আগত ভক্তদের সবাইকে পরস্পর থেকে রক্ষা করতে হবে শারীরিক তিন ফুট দূরত্ব। ভালো করে ধৌত করতে হবে পূজায় নৈবেদ্য হিসাবে ব্যবহৃত দ্রব্য। জন্মাষ্টমী উপলক্ষে বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য দেশ, জাতি ও বিশ্বমঙ্গল কামনায় বিশেষ পূজার মাধ্যমে প্রার্থনা করার অনুরোধ জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি