সব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নব প্রতিষ্ঠিত ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের নবনির্বাচিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং তোয়াকুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লোকমান হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার ৫ ডিসেম্বর সকাল ১১ টায় তোয়াকুল কলেজ মাঠে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে জাকুয়ান আহমেদ’র সভাপতিত্বে রুহুল আমিন ও রাজার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম।
তোয়াকুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোশাররফ হোসেন, যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক সমীর চন্দ্র, সাবেক তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম। তোয়াকুল ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন।সাবেক ইউপি সদস্য এম এ লতিফ। সাবেক ইউপি সদস্য সামসুদ্দিন আল আজাদ। সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেন। ইউপি সদস্য দেলোয়ার হোসেন। কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন,সামসুজ্জামান দিপন,সাইদি,জাকুয়ান,রহুল,জুবের, মাছুম,জাকুয়ান,সম্পা,শাফিয়া,উপস্থিত ছিলেন জুবায়ের, রাজা,মুকিত, আলিম,হারুন ও কলেজের বর্তমান শিক্ষার্থী বৃন্দ।
উল্লেখ্য গত ২ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের ভোটের রায়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও তিনি তোয়াকুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন নির্বাচিত চেয়ারম্যান, শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার আন্তরিক প্রচেষ্টায় তোয়াকুল কলেজ আরো একধাপ এগিয়ে যাবে। নব নির্বাচিত চেয়ারম্যান লোকমান হোসেন কে অভিনন্দন জানানো হয়।পরিশেষে কলেজ গভর্নিং কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম’র সুস্থতা কামনা করে অনুষ্ঠান সমাপ্ত হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি