সব
দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার ও ব্রিজ নির্মাণের কারণে বন্ধ ছিল জিন্দাবাজার-বারুতখানা রোডে যান চলাচল। এ নিয়ে এই এলাকার মানুষদের ভোগান্তি চরম রূপ নিয়েছিল। অনেকেরই ব্যবসা-বাণিজ্য লাটে ওঠে।
অনেকেই বন্ধ করতে বাধ্য হয়েছে দোকান। এরপর আসলো করোনাকাল। কিন্তু ব্রিজ নির্মাণ শেষ করে রাস্তা মেরামত করতে ভুলে যায় সিলেট সিটি কর্পোরেশন। তাদের দায়িত্বজ্ঞানকাণ্ডের কারণে এ সড়ক দিয়ে চলাচলরত হাজার হাজার মানুষকে অনেক কষ্ট পোহাতে হয়।
বিষয়টি নজরে পড়ে সিলেটের নারী সমাজ উন্নয়নকর্মী ফার্মিস আক্তারের। দিনের বেলা তিনি এ সড়ক দিয়ে কাজে গিয়েছিলেন। আর মধ্যরাতে ৩/৪ জন শ্রমিকদের নিয়ে এসেই মেরামত করে দিলেন ভাঙাচোরা রাস্তাটি। ইট আর বালু দিয়ে ব্রিজ থেকে নিচু রাস্তা ঠিক করে দেন তিনি।
তার এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে সিলেটের অনেকেই বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। আর ক্ষোভ ঝাড়ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়রসহ স্থানীয় কাউন্সিলরদের উপর।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি