মদিনা মার্কেট থেকে চাঁদাবাজ চক্রের ৪ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১১ আগস্ট ২০২০, ৮:৩৬ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে অপহরণ ও চাঁদাবাজ চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সাথে র‍্যাব-৯ অপহৃত মাওলানা মোশাহিদ আলীকে উদ্ধার করে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে (ইসলামপুর ক্যাম্পের) কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলমের নেতৃত্বে র‍্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক অপহরণ ও চাঁদাবাজ চক্রের চার সদস্য হলো- সুনামগঞ্জের বৃন্দাবন নগর গ্রামের আব্দুল মালেকের ছেলে আল-আমীন (২৮), দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের (বর্তমানে রাগীব রাবেয়া রোডে) মৃত আলী আকবরের ছেলে বাবলু আহমদ (৩২), একই গ্রামের সফিক মিয়ার ছেলে জুনায়েদ আহমদ (৩৪) ও দোয়ারা বাজার উপজেলার দোয়ারা গ্রামের রইছ আলীর ছেলে মেহেদী হাসান জীবন (২০)।

জব্দকৃত আলামতসহ আটক চারজনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি