মদপানে মৃত্যুর ঘটনায় গ্রেফতার ৪

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২১, ৪:৫১ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

বগুড়ায় বিষাক্ত মদ পান করে ১৪ জনের মৃত্যুর ঘটনায় দায়ের কর মামলায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শহরের ফুলবাড়ী মধ্যপাড়া পারুল হোমিও ল্যাবরেটরিজের মালিক নুরুন্নবী ওরফে নুরনবী (৫৮), গালাপট্টি মুন হোমিও হলের মালিক আব্দুল খালেক (৫৫), হাসান হোমিও ফার্মেসির কর্মচারি আবু জুয়েল ওরফে জুয়েল (৩৫), নাটাইপাড়ার করতোয়া হোমিও হলের মালিক শাহিদুল আলম সবুর (৫৫)।

বুধবার (৩ জানুয়ারি) সকালে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা বগুড়া সদর থানায় সাংবাদিকদের সাথে এক প্রেস বিফ্রিং এ এ তথ্য জানান।

তিনি বলেন, মদে ভেজাল মেশানোর কারণে এতগুলো মানুষের মৃত্যু হয়েছে। জড়িরতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি