মটর সাইকেল কেড়ে নিলো যুবকের প্রাণ

ছাতক প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২২, ১২:১০ পূর্বাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সুনামগঞ্জের ছাতকে মটর সাইকেলের ধাক্কায় অাহত ইমাম উদ্দীন ফরিদ (৩৮) এর মাথায় মারাত্বক অাঘাতের পর সিলেট ওসমানীতে চিকিৎসাধীন অবস্থায় দুই সাপ্তাহ পর মারা গেছে।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ICU তে লাইফ সার্পোট থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, ৮এপ্রিল, মৃত অাব্দুল ওয়াবের দ্বিতীয় পুত্র ইমাম উদ্দিন ফরিদ নিজ কর্মস্থল থেকে বাড়ী ফেরার পথে উপজেলার মুক্তিরগাওঁ নানশ্রী নামক স্থানে দ্রুত গতিতে অাসা মটরসাইকেলের ধাক্কায় পা ভেঙ্গে যায় ও মাথায় মারাত্বক অাঘাত লাগে। মটর সাইকেল চালক পালিয়ে যায়। মটর সাইকেল গ্রামের সাবেক মেম্বার মতিন মিয়ার কাছে জব্দ অাছে।

এ বিষয়ে একই গ্রামের মো: শামিম উদ্দিন বলেন, তাদের ৫সদস্য পরিবারের একমাত্র উপার্জন কাম্য ব্যক্তি ফরিদ ভাই চলেগেছেন। ব্যাংকে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতেন। তিন বাচ্চার পড়ালেখা সংসার চালানোর খরচ কোথ থেকে অাসবে। একটি পরিবার ধংস্ব করে দিলো ঘাতক বাইক চালক। এরকম যেন কোন পরিবার ধংস্ব না হয়।

 

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি