সব
সিলেটে আগামীকাল (৫ এপ্রিল) মঙ্গলবার থেকে ফের চালু হবে করোনা মডার্নার টিকা ৩য় ডোজ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুল ইসলাম সুমন।
তিনি বলেন, যারা এখনও করোনা টিকার ৩য় ডোজ নেননি তারা আগামীকাল সকাল থেকে ওসমানী মেডিকেল থেকে করোনা টিকার নিতে পারবেন। যারা একনও এসএমএস পাননি তারাও নিতে পারবেন। কিংবা যারা এখনও প্রথম ডোজ নেননি তারাও সিটি কর্পোশনের অস্হায়ী কার্যালয়ে এসে দিতে পারবেন।
তিনি আরো বলেন, যারা ২য় ডোজ নিয়েছেন এবং চার মাস পূর্ন হয়েছে তারা এসএমএস ছাড়াও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ঠিকা নিতে পারবেন।
উল্লেখ, গত রোববার ও সোমবার টিকা বন্ধ ছিলো।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি