ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় স্থানীয়দের বিক্ষোভ

বানিয়াচং প্রতিনিধি;
  • প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১, ৮:৫৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের বড়বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে ব্যবসায়ী নেতারা ক্ষমা চেয়ে বিষয়টি নিষ্পত্তি করেন।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ইউএনও মাসুদ রানা ও সিলেট বিএসটিআইয়ের পরিদর্শক মোহাম্মদ পারভেজ মিয়া স্থানীয় বড়বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মদিনা হোটেল অ্যান্ড বেকারিকে ২৫ হাজার, ফাতেমা গার্মেন্টসকে ১০ হাজার ও নোভা বস্ত্রালয়কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনার সময় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে।

এ সময় পরিস্থিতি সামাল দিতে আলহাজ মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ব্যবসায়ী নেতারা ইউএনও কার্যালয়ে গিয়ে দুঃখ প্রকাশ করেন। পরে তারা উত্তেজিত ব্যবসায়ীদেরকেও শান্ত করেন।

ইউএনও মাসুদ রানা জানান, সিলেট বিএসটিআইয়ে পরিদর্শকসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মদিনা বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কয়েকজন যুবক উত্তেজিত হয়ে উঠে। পরে ব্যবসায়ী নেতারা এসে ক্ষমা চেয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি