ভূমিকম্পে শাবির লাইব্রেরি ভবনে ফাটল

শাবি প্রতিনিধি;
  • প্রকাশিত: ৮ জুন ২০২১, ৫:৪৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কবার্তা দেয়া হয়েছে।

সরেজমিনে দেখা যায়, গ্রন্থাগার ভবনের সামনের দিকে প্রধান ফটকের বাম দিকে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলার বাইরের অংশে ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ তলার দেয়ালের ফাটলটি তুলনামূলক বড়। এছাড়াও মূল ফটকের ডান দিকে তৃতীয় তলার দেয়ালেও ছোট ফাটল লক্ষ্য করা যায়।

বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারী ও গার্ড সূত্রে জানা যায় গত ২৯ মে সংগঠিত দফায় দফায় ভূমিকম্পের পর এ অংশে ফাটল দেখা দিয়েছে। ফাটলগুলো নতুন এবং আগে ছিলো না বলেও জানান তারা।

এদিকে দুপুরে লাইব্রেরি ভবনের ফাটল পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

লাইব্রেরি প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুল বাতেন বলেন, ভবনের দেয়ালে ফাটল লক্ষ্য করার পর আমি এ বিষয়ে উপাচার্যকে অবহিত করেছি। এ বিষয়ে বিশেষজ্ঞদের সাথেও কথা বলেছি। তারা ভবনটি পরিদর্শন করবেন তারপর এটি ঝুঁকিপূর্ণ কিনা সে বিষয়ে জানতে পারবো।

এ বিষয়ে উপাচার্য বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। এ নিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি