ভিসির বাসভবনের বিদ্যুত বিচ্ছিন্ন করলেন শাবির শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২২, ৮:০০ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদের বাসভবনের বিদ্যুত লাইন বিচ্ছিন্ন করলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এরআগে বিকেলে বাসভবন ঘেরাও করে রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সে সময় থেকে বাসভবনে পুলিশ সদস্য ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

আমাদের শাবি প্রতিনিধি আগে জানিয়েছিলেন, পরিস্থিতি বিবেচনায় বাসভবনের জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন আন্দোলনরত শিক্ষার্থীরা এমনটি জানিয়েছেন।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনের মুল ফটকে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। সন্ধ্যার পরে বাসভবনের বিদ্যুত বিচ্ছিন্ন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পরিস্থিতি যেভাবে এগুচ্ছে, এতে আমাদের বাধ্য করা হচ্ছে আরো কঠোর কর্মসূচির দিকে যেতে। উপাচার্যের বাসভবনে কেবল পুলিশ ছাড়া কেউ ঢুকতে পারবে না। ভিসির বাসভবনের জরুরি পরিসেবাগুলোও বন্ধ করতে বাধ্য করা হয়েছে। দাবি না মানলে আগামীতে পানি, গ্যাস ও ইন্টারনেটের সংযোগ লাইন বিচ্ছিন্ন করা হবে।

এদিকে আমরণ অনশন কর্মসূচির একশত ঘন্টা পূর্ণ হতে যাচ্ছে সন্ধ্যায়। এর মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন শিক্ষার্থী। এদিকে অনশনের একশত ঘন্টা পূর্ণ উপলক্ষে ক্যাম্পাসে প্রতিবাদী মিছিল করেছেন শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি